বাউফলে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মারামারি

বাউফলে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মারামারি

এম অহিদুজ্জামান ডিউক ,প্রতিনিধি বাউফল : পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ছাত্রলীগ কর্মী তানজিল ইসলাম অভি ও আলআমিন তোহা’র মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটলেও কাউন্সিলের মাধ্যমে কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নাম ঘোষনা করা হয়েছে। সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ আকন ও সাধারণ সম্পাদক হয়েছেন নিরব গনপতি। ২৫ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওই ঘটনা ঘটেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.স.ম. ফিরোজ এমপি জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে রাশেদ খান মেননকে উদ্দেশ্য করে বলেন, “এতদিন শেখ হাসিনার জয়গান করেছেন, মন্ত্রীত্ব নিয়েছেন; স্ত্রীকেও এমপি হিসাবে পেয়েছেন! এখন মন্ত্রীত্ব না পাওয়ার বেদনায় আপনি এই অশালীন কথা বলে আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আপনার বক্তব্য প্রত্যাহার সহ জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ” আয়োজিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মান্নান, বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও কাছিপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ। সম্মেলনে বাবুল আখতারকে সভাপতি এবং শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ, রফিকুল ইসলাম ও সুমনকে সভাপতি সাধারণ সম্পাদক করে যুবলীগ, রিয়াজ খান ও জামাল হাওলাদারকে সভাপতি সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগ, শাহনাজ পারভীনকে ও শামিমা বেগমকে সাধারণ সম্পাদক করে মহিলা আওয়ামী লীগ, নুর নাহার শিল্পী ও হেনা বেগমকে সভাপতি সাধারণ সম্পাদক করে যুব মহিলা লীগ ও রোশনে আলীকে ও হালিম আকন সভাপতি এবং সাধারণ সম্পাদক করে শ্রমিক লীগের ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।